ওলামা জনতা ঐক্য পরিষদের ৪৮ ঘন্টার আল্টিমেটামের প্রেক্ষিতে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে “ওলামা জনতা ঐক্য পরিষদ” কে ডায়লগ করার আহবান করা হয়েছে, স্থান হিসেবে থার্ডপ্লেস জায়গা নির্বাচন করা হয়েছে, সময় আজ সকাল দশটায় চট্টগ্রাম শহরে জিইসি প্লেসে আলোচনা হবে!
আলেমদের পক্ষ থেকে থাকবেন, হেফাজতের মহানগর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, ডঃ আ ফ ম খালেদ সাহেব, শায়খ মুফতি হারুন ইজহারসহ প্রমূখ এবং চরমোনাই থেকেও প্রতিনিধি রাখা হবে সেখানে!
#আর অপর পক্ষ থেকে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
#এটা গোপন কোন আতাত নয়! আলোচনার টেবিলে উভয় পক্ষের ডায়লগ হতে যাচ্ছে, তাই আমাদের প্রতিনিধি আলেমদের জন্য দোয়ার আবেদন যাতে তারা গঠনমূলক আলোচনার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দাতাদের শাস্তির প্রস্তাবসহ নানাবিধ চক্রান্ত গুলো নিয়ে বিস্তর আলোচনা রাখতে পারেন!!!
যুবাইর মাহমুদ
12:30 update
আলোচনা শেষে হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের নেতাদেরকে রাসুল সাঃ এর সিরাত প্রদান করেন শায়খ হারুন ইজহার এবং ডঃ আফম খালিদ হোসেন সাহেব।