নওফেল নামটির সাথে ঘাড় মটকানোর ইতিহাস সেই পুরাতন কাল থেকেই জড়িত:
আহযাবের যুদ্ধের দিন রাসূলুল্লাহ ﷺ কে হত্যা করার জন্য মক্কার বিখ্যাত মুশরিক নওফেল ইবনে আব্দুল্লাহ খন্দক অতিক্রম করার সময় খন্দকের মধ্যে পড়ে যায়, সেখানে পরে তিনি ঘাড় মটকে নিহত হয়।
মুশরিকরা তারা লাশ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১০ হাজার দিরহাম পাঠায়। (১)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নাপাক তার তার মুক্তিপনও নাপাক।(২)
এর পর মুক্তিপণ পাঠানো উটের সাথে তার লাশ বেদে ফেরত পাঠানো হয়। (৩)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমি এমন মৃত্যু নাপাক বস্তু থেকে কোন মুক্তিপণ গ্রহণ করব না। (৪)
____________
(১) আস-সীরাহতুল হালাবিয়াহ 2/628
(২)আহমাদ (২২৩০), ২৪৪২)
(৩) ইবনে আবী শায়বাহ (৩৬৮২৪)
– কানযুল উম্মাল (৩০১০২)
(৪) দালায়েলুন নবুওয়াত (1320)
(৫) ঘটনাটি দেখতে পারেন আল সরখাসী: আল-সিয়ার আল-কাবীরের- (খন্ড 1 / পৃষ্ঠা 448)