না বলা কথাগুলো

বোধের দিনলিপি #০৮

না বলা কথাগুলো

“ইউরোপিয়রা যখন প্রথমবারের মতো উত্তর অ্যামেরিকাতে (আজকের যুক্তরাষ্ট্র) আসলো, তখন অ্যামেরিকার আদিবাসিদেরকে তারা বলেছিল—এরা বর্বর, কারণ এরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তখন ইউরোপিয় নারীরা তিন স্তরের পোষাক পড়ত। তাই ইউরোপিয়দের কাছে আদিবাসীদের এই নগ্নতা ছিল পশ্চাৎপদতার লক্ষণ। অথচ আজ আমরা নিজেরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, আর মুসলিমদের পশ্চাৎপদ বলি। কারণ তাদের নারীরা অনেক বেশি পোশাক পরে। আর একারণে আমরা আজ মাথায় কাপড় দেয়া নিষিদ্ধ করতে চাই। এর চেয়ে বর্বর কি আর কিছু হতে পারে?”

– অধ্যাপক নরম্যান ফিলকেনস্টাইন
আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী, এক্টিভিস্ট ও লেখক

“When Europeans came to North America, the thing they said about the native Americans was that they were so barbaric, because they walked around naked. The European women were wearing three layers of clothes. Then they came to North America, and decided that the native Americans were backward because they all walked around naked. And now, we walk around naked, and we say that the Muslims are backward because they wear so much clothes. Can you imagine anything more barbaric? Banning women wearing headscarves?”

– Professor Dr. Norman Gary Finkelstein
American political scientist, Activist, and Author.

#Metoo #Progressives #Decolonization #প্রগতিশীল #সাইবারবুলিং #হ্যারাসমেন্ট #কালেক্টেড

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *