*Honest ‘ পাত্র দেখা ‘ be like*
.
পাত্রীর পরিবারঃ ” তা বাবা, নিজেকে একজন মুসলমান হিসাবে কীভাবে মূল্যায়ন করবে? ”
.
হুজুর পাত্রঃ ” আমি একজন গোঁড়া, সাম্প্রদায়িক, ধর্মান্ধ, মৌলবাদী মুসলমান ”
.
পাত্রীর পরিবারঃ ” স্যরি..তাহলে তো হইলো না..আমরা আসলে একজন মুনাফিক খুঁজতেসিলাম ”
.
ঘটকঃ ” আমার সন্ধানে একজন পাক্কা মুনাফিক আছে। পাঁচ ওয়াক্ত নামায মসজিদে পড়ে আবার পূজার সময় মন্দিরেও যায়। রমজানে রোজা রাখে আবার সুদও খায়। দুপুরে লাঞ্চের পর গান শোনার অভ্যাস…. ”
.
পাত্রীর পরিবারঃ ” মাশাআল্লাহ্….মাশাআল্লাহ্….তা ছেলের কি দাড়ি আছে? ”
.
ঘটকঃ ” এখনো নাই তবে শেষ বয়সে রাখার নিয়্যত আছে ”
.
পাত্রীর পরিবারঃ ” আলহামদুলিল্লাহ্….পিকনিক বাদে অন্য সময় হিজাব পরা আমাদের মেয়ের জন্যে এরকম মুনাফিক ছেলেই খুঁজতেসিলাম !! “
– নাফিস রায়হান