প্রিয় ভাই ও বোন, আপনারা নিজেদেরকে স্বামী-স্ত্রী কল্পনা করুন। আপনাদের সম্পর্ক ভালাে-মন্দ মিলিয়ে চলছে। কখনাে ভালাে। কখনাে খারাপ। আপনাদের সামনে আল্লাহর কিতাব রয়েছে। কিন্তু আপনারা কখনাে তার নিকটে যাচ্ছেন। আবার কখনাে তা থেকে দূরে সরে যাচ্ছেন। আপনারা জানেন যে, আল্লাহর কিতাবের মাঝেই আপনাদের সব সমস্যার সমাধান বিদ্যমান আছে। কিন্তু কখনাে অজ্ঞতা, কখনাে প্রবৃত্তি আপনাদেরকে আল্লাহর কিতাব থেকে পরিপূর্ণ উপকারিতা গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আপনাদের এক মাতাল প্রতিবেশী আছে। প্রায় সে তার স্ত্রীকে এমনভাবে প্রহার করে যে, তার চিৎকারের আওয়াজ আপনারা বাড়িতে বসে শুনতে পান। কখনো কখনাে তারা স্বামী-স্ত্রী উভয়ে মিলে মদ্যপান করে এবং মাতাল হয়ে পড়ে থাকে। স্বামীর বন্ধুরা প্রায় প্রায় সেই নারীকে উপভোগ করে। কখনাে তার ইচ্ছায়, আবার কখনাে তার অনিচ্ছায়। আপনার মাতাল প্রতিবেশী তাতে কোনাে বাধা দেয় না। আর যদি সে বাধা দেয়ার চেষ্টা করে; তবুও সে তা পারবে না। আপনাদের একজন দুষ্টু আত্নীয় আছে। তার কাজ হলো আপনাদের সেই মাতাল প্রতিবেশির কথা মতো কাজ করা।
একদিন আপনাদের সেই মাতাল প্রতিবেশী আপনাদের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে ছাদে ওঠার চেষ্টা করছিল। তাকে সহায়তা করছিল সেই দুষ্ট আত্মীয়। ঘটনাক্রমে সেদিন আপনাদের স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল এবং আপনাদের গলার আওয়াজ উচু হয়ে গিয়েছিল। এমন সময় সেই মাতাল প্রতিবেশী আপনাদের বাড়িতে এল। তার এক হাতে মদের পেয়ালা, আরেক হাতে পানির গ্লাস। পানির গ্লাসটি সে আপনাদের বাড়ি থেকেই চুরি করেছে। সে এসে বলতে লাগল, হে প্রতিবেশিনী, আমি আপনার চিৎকার শুনেছি। আপনার আত্মীয় আমাকে খবর দিয়েছে যে, আপনার এখন আমাকে খুব প্রয়ােজন। এই তাে আপনাকে রক্ষা করতে এসে গেছি। অর্থাৎ সেই মাতাল প্রতিবেশী মুহূর্তের মধ্যেই ‘রেম্বো’ হয়ে গেল। যারা রেম্বো কে চেনেন না তাদের জানার জন্য বলছি, রেস্থাে হলাে আমেরিকান নায়ক। আমাদের নতুন প্রজন্মের তরুণরা তাকে ভালাে করেই চেনে।
কি চোর প্রতিবেশীকে চিনতে পারেছেন?