ফিরআউন চেয়েছিল মূসার ঘার মটকে দিতে।

ফিরআউন চেয়েছিল মূসার আঃ ঘার মটকে দিতে। এ জন্যে চেষ্টাও কম করেনি। মূসা আলাইহিস সালাম তার উম্মাহকে নিয়ে মিশর ত্যাগ করবেন, সেখানেও তার বাধা। মূসার ঘারটা তার চাই চাই।
নাদানটা বোঝেনি, কার সাথে সে পাঙ্গা নিচ্ছে? বুঝতেও চায়নি আল্লাহর প্রেরিত একজন নবির সাথে পাঙ্গা নেয়া কি ঠিক হচ্ছে? কী হলো? আল্লাহর প্রিয় বান্দার বিরুদ্ধ দাড়ালে যা হবার তাই হলো। সাগর জলের চাপে মটকে গেলো নিজের ঘারটাই।

আবু জাহেল চেয়েছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘার মটকে দিতে। নবিজি মক্কা ছাড়বেন, সেটাও সে হতে দেবে না। সে কি বুঝত না, আল্লাহর প্রেরিত পুরুষকে প্রতিরোধ করা যায় না? যাগগে, নবিজি মদিনায় এলেন। আবু জাহেল এখানেও বিরক্ত করছে। মুহাম্মাদের বিরুদ্ধে চিন্তা না করে যেন তার ঘুম হয় না। শেষে বদরে এলো মুহাম্মাদ ও তার সাথিদের ঘার মটকে দিতে। কী হলো? উল্টো পুচকে দুই সাহাবি লাঞ্চনাকর অবস্থায় তার অহঙ্কারী ঘারটা মটকে দিল।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *