মুখরোচক এই স্লোগানটি দেখে অনেকেই শেয়ার করছে দেখলাম।

মুখরোচক এই স্লোগানটি দেখে অনেকেই শেয়ার করছে দেখলাম। শুনতে বেশ চমৎকার! আমি আমার শরীরের মালিক, আমার শরীরের সাথে আমি কী করবো তা আমি বুঝবো। আমার শরীরের সিদ্ধান্ত অন্য কেউ নেবে কেন? অনেকেই এটাকে রেইপের প্রতিবাদ বলে ভাবছেন এবং কনসেন্ট থিওরির সাথে গুলিয়ে ফেলছেন।

এটি মূলত ফেমিনিজম সেকেন্ড ওয়েভে আসা একটি শ্লোগান। ‘My body My choice’ নামে এই শ্লোগানটি ব্যবহার করা হয় এবোরশনের আইনগত বৈধতা পাওয়ার জন্য। অর্থাৎ, আমার শরীরের অংশ বাচ্চা, আমি মেরে ফেলি, তোমার তাতে কী? বুঝলেন এবার? শুনতে নিরীহ এবং মুখরোচক হলেই সেগুলোর অর্থ সবসময় নিরীহ হয়না।

কতোটা বিভৎস একটি কাজকে বৈধতা দেয়ার জন্য আন্দোলন করছে তারা এবং মুখরোচক শ্লোগানে! পশ্চিমে তো এগুলা বহু আগে হয়ে গেছে, এখন আমাদের দেশেও আমদানি করছে। আস্তে আস্তে করে তারা পশ্চিমের সবকিছুই এই দেশে আমদানির চেষ্টা চালাবে। অথচ, আমাদের সরলমনা বোনেরা এদের ফাঁদে পড়ে যাবে। এদের এসব জঘন্য ‘পেছনের গল্প’-ওয়ালা শ্লোগানকে নরমালাইজ করে ফেলবে।

আর তাছাড়া মানুষ তার শরীরের মালিক না। এই শরীর আল্লাহর দেয়া। তাই এই শরীরে চলবে আল্লাহর আইন, আল্লাহর সিদ্ধান্ত। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি। তাই, এই শ্লোগান ইসলামী দৃষ্টিকোণ থেকেও হারাম।

আল্লাহ মাফ করুন আমাদের।

আসিফ মাহমুদ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *