মৌলবাদের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও

“‘মৌলবাদের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও’,
হেফজাতের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও’,
জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘
হেফাজতের গালে গালে, জুতা মারো তালে তালে’,
‘চরমোনাই’র গালে গালে, জুতা মারো তালে তালে’,
কওমির দালালেরা, হুঁশিয়ার সাবধান’
ধইরা ধইরা জবাই কর, একটা দুইটা জবাই কর’।
জাগো হিন্দু পরিষদের ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে তাদের এসব স্লোগান দিতে দেখা গেছে।

কেমন আছেন বাংলাদেশের ৯০% মুসলমান?


—————————
“জয় শ্রী রাম” শ্লোগানটি ভারতবর্ষের জন্য বিষফোঁড়া হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের । এই শ্লোগান দিয়ে আরএসএস রা ভারতে মুসলিমদের হত্যা করে, অত্যাচার করে । এবং মুসলিমদেরকে এই শ্লোগান দিতে বাধ্য করে।

আজকে হিন্দুত্ববাদী শক্তি বাংলাদেশেও প্রকাশ্যে এই শ্লোগান দিচ্ছে। তাও বাংলাদেশের সর্ববৃহৎ তিনটি মুসলিম জনগোষ্ঠী তথা হেফাজত, চরমোনাই ও জামাতের বিরুদ্ধে তারা এই শ্লোগান দিচ্ছে। বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তি কতটা গভীরে প্রোথিত হয়ে গেছে এই ঘটনা থেকেই অনুমান করা যায়।

নবী অবনাননায় এই মালাঊনরা প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের পক্ষ নিয়েছে। এমনকি বাংলাদেশে বসেও এরা ফ্রান্সের পক্ষে দাঁড়ানোর মত হ্যাশট্যাগ ব্যবহার করেছে। এই মালাঊনরা ভারতে নিয়মিত মুসলিমদের নির্যাতন করে যাচ্ছে। তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। অথচ বাংলাদেশে এরা রাজকীয় হালতে বসবাস করেও নিজেদেরকে নিপীড়িত দেখাচ্ছে।

যেই বাংলাদেশে মুসলিমরাই জিহাদের শ্লোগান দিতে বিব্রতবোধ করে। সেই দেশে এই হিন্দুরা বীরদর্পে জয় শ্রী রামের শ্লোগান দিতে পারছে। বারবার এই হিন্দুত্ববাদী শক্তি ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবনাননা করে হ্যাকড আইডির নাটক সাজাচ্ছে। এই প্রেক্ষিতে প্রশাসনকে ব্যবহার করে মুসলিমদেরকেই হয়রানি করে যাচ্ছে। আবার ওপার থেকে বিজেপি নেতা ভারতীয় সেনা পাঠানোর হুমকিও দিচ্ছে।

এর আগেও আমরা বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তির বিভিন্ন কর্মকাণ্ড চিহ্নিত করেছি। সম্প্রতি এই ঘটনাগুলো তাদের চক্রান্ত ও বাংলাদেশে তাদের উপস্থিতিকে আরো সুস্পষ্ট করে দিচ্ছে। এরা হল উপমহাদেশের ইসরাইল। মুসলিমরা যদি এখনো সতর্ক না হয়, তবে তাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা যত দ্রুত মহান আল্লাহ তা’য়ালার বাণীকে অনুধাবন করতে পারব, ততই আমাদের মঙ্গল তরান্বিত হবে। মহান আল্লাহ তা’য়ালা বলছেন, “তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইয়াহূদীদেরকে এবং মুশরিকদেরকে।” (সূরা মায়েদা- ৮২)

ইফতেখার সিফাত

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *