বিসমিল্লাহির রহমানির রহীম।
শরীয়তের দৃষ্টিতে উকিল বাপ বলে কিছু নেই। মেয়ের বাবা যতদিন জীবিত আছেন ততদিন তিনিই অভিভাবক। তিনি না থাকলে আত্মীয়দের মধ্যে কে কিভাবে অভিভাবক হবে তাও শরীয়তে বলা আছে। তবে মেয়ের অভিভাবকের নির্দেশে তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে ইজাব কবুলের জন্য কাউকে প্রতিনিধি নির্ধারণ করলে তাকে শরীয়তের দৃষ্টিতে উকিল বলা হয়। উকিল অর্থ প্রতিনিধি, মুখপাত্র।
এই উকিল কখনোই বাবা হতে পারেনা। এবং অনাত্নীয় কেউ উকিল হওয়ার দ্বারা তার সাথে কোন ধরণের আত্নীয়তাও তৈরী হয়না। যদি মেয়ের গাইরে মাহরামদের কাউকে উকিল বানানো হয়ে থাকে তাহলে সে আজীবন গাইরে মাহরামই থাকবে। উকিল হওয়ার দ্বারা বিধান পরিবর্তিত হবেনা। বিবাহের আকদ শেষ হওয়ার সাথে সাথেই তার প্রতিনিধিত্বের মেয়াদও শেষ হয়ে যায়।
তাই মুসলিম নারীদের জন্য তথাকথিত সামাজিকতার দোহাই দিয়ে আজীবন উকিলের সাথে দেখা দেয়া অকাট্যভাবে হারাম। প্রয়োজন ছাড়া উকিল নির্ধারণের যে রেওয়াজ আছে তাও পরিত্যাজ্য।
শাইখ আফফান হাফি.