শাইখুল ইসলাম হাফিয ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ্) বলেন

শাইখুল ইসলাম হাফিয ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ্) বলেন,

দা’ওয়াতি কাজের জন্য তিনটি বিষয়ে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। সেগুলো হলো,

১. দা’ওয়াত দেওয়ার পূর্বে (যথেষ্ট) জ্ঞান রাখা;
২. দা’ওয়াত দেওয়ার সময় বিনয়-নম্রতা অবলম্বন করা এবং
৩. দা’ওয়াত দেওয়ার পর সবর করা (দ্রুত ফল লাভের জন্য তাড়াহুড়া না করা)।

[আল-ইরাকিয়্যাহ: ১/২৬৮; (ভাবার্থ)]
.

Collected

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *