সময়ের আলোচিত ইস্যু ‘ভাস্কর্য’ প্রসঙ্গে একটি ছোট্ট পিডিএফ

সময়ের আলোচিত ইস্যু ‘ভাস্কর্য’ প্রসঙ্গে একটি ছোট্ট পিডিএফ…
আজ জনমনে প্রশ্ন উঠছে, ভাস্কর্য তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে প্রদর্শন করা কি জায়েয?
যদি পূজা করা উদ্দেশ্য না হয়; বরং স্রেফ কোনো মনীষীর স্মৃতিস্মরণ উদ্দেশ্য হয় কিংবা তাঁর প্রতি নিরেট সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা হয়, তাহলে সেটা কি শিরক হবে?
ভাস্কর্য ও মূর্তি কি এক?
..
আমাদের সদ্যপ্রকাশিত অনবদ্য তাফসির গ্রন্থ ‘মাআরিফুল কুরআন’ এর সপ্তম খণ্ডে সূরা নূহের ২৩ নং আয়াতের অধীনে বিজ্ঞ লেখক মাওলানা ইদরিস কান্ধলভি রহ. ভাস্কর্যের উৎপত্তির ইতিহাস ও হযরত নূহ আলাইহিস সালামের শিরকবিরোধী দাওয়াতি মিশন প্রসঙ্গে কিছু সংক্ষিপ্ত কথা আলোচনা করেছেন।
সময়ের চাহিদা বিবেচনা করে আমরা সে অংশটুকুর পিডিএফ তৈরি করে আমাদের পাঠকদের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছি। আশা করি, পিডিএফটি আমাদেরকে সময়ের আলোচিত এ প্রসঙ্গে সচেতন করবে।
..
কমেন্টের ঘরে পিডিএফের একাধিক ডাউনলোড লিংক দেওয়া হচ্ছে। আশা করি, কোনো না কোনোভাবে আপনারা সহজেই ডাউনলোড করতে সক্ষম হবেন। মাত্র ৬ পৃষ্ঠার এই পিডিএফ কেউ চাইলে প্রিন্ট করেও বিতরণ করতে পারবেন।
..
মহান আল্লাহ আমাদেরকে ইসলাম ও ঈমান জেনে যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করার তাওফিক দিন।
আযহার পরিবারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম জাযাকাল্লাহ।

ডাউনলোডঃ https://drive.google.com/file/d/1LKJob-YzHhHnT1RXv8iKRgAqCa4n0PZ1/view

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *