সাধারণের মুসলিমের করণীয়

সাধারণের মুসলিমের করণীয়
ঈমান ভঙ্গের কারণসমূহ এবং কোন কোন কাজ কুফুরি ইত্যাদি জানা সাধারণ মুসলিমের জন্যও জরুরি। তারা এগুলো জানবে নিজের ঈমানের হিফাজতের জন্য, অন্যের ঈমানের ব্যাপারে ‘ফতোয়া’ জারি করার জন্য নয়। কার ঈমান অটুট রইল আর কারটা ভেঙ্গে গেল সেই ফয়সালা করবেন বিজ্ঞ উলামাগণ। কারণ কুফুরি পাওয়া যাওয়া আর কাফের হয়ে যাওয়া সমান ব্যাপার নয়। একটা আরেকটাতে সবসময় অত্যাবশ্যক করে না।
তাই প্রিয় ভাই ও বোন, আপনি নিজের ঈমানের হিফাজত করুন। কোন কাজগুলো কুফুরি তা প্রচার করুন খোলাখুলিভাবে। মানু্ষকে বুঝান কোনটা ঈমানের জন্য খতরনাক। কিন্তু কারো কাফের হওয়ার ফতোয়া দেবার মত গুরুতর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিবেন না দয়া করে। এই পথ বড় পিচ্ছিল আর কণ্টকাকীর্ণ। এখানে আপনার পা পিছলে পড়া বা কাঁটার আঘাত খাওয়ার সমূহ আশঙ্কা বিদ্যমান।
— abdulla al masud hafi.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *