সর্ব অবস্থায় কি মানুষ সালাম দিবে?

পেশাব অবস্থায় সালাম দেওয়া যাবে কি না __ এই মাসালার উত্তর শুরুতেই রাসূল সাঃ একটা সহীহ হাদীস উল্লেখ করছি। হাদিসটা এতোই স্পষ্ট যে, কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না !
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ إِذَا رَأَيْتَنِي عَلَى مِثْلِ هَذِهِ الْحَالَةِ فَلاَ تُسَلِّمْ عَلَىَّ فَإِنَّكَ إِنْ فَعَلْتَ ذَلِكَ لَمْ أَرُدَّ عَلَيْكَ ‏”‏ ‏.‏
জাবির বিন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট দিয়ে যাচ্ছিল। তিনি তখন পেশাবরত ছিলেন। সে তাঁকে সালাম করলো। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেন, তুমি আমাকে এ অবস্থায় দেখতে পেলে আমাকে সালাম করবে না। কারণ তুমি তা করলে আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না।
ফুটনোটঃ
[৩৫০] সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৯৭।
null, হাদিস নং ৩৫২
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, ঈড়ড
হাদিসের মান সহীহ ও বিষয়বস্তু স্পষ্ট হওয়ায় ব্যাখ্যাতে যাচ্ছি না। পাশাপাশি চার মাযহাবের ফতোয়া সংক্ষেপে নিচে তুলে ধরছি –
হানাফী মাযফাব এর ফতোয়া –
وقال ابن الهمام الحنفي رحمه الله :
” أجمعوا أن المتغوط لا يلزمه الرد في الحال ولا بعده ؛ لأن السلام عليه حرام , بخلاف من في الحمام إذا كان بمئزر” انتهى .
” فتح القدير ” (1/248).
মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের ফতোয়া –
وجاء في “الموسوعة الفقهية” (34/11) :
“ذهب المالكية والشافعية والحنابلة إلى كراهة إلقاء السلام على المتغوط , وكره ذلك الحنفية أيضا , قال ابن عابدين : ويراد به ما يعم البول , قال : وظاهره التحريم ” انتهى باختصار.
ইমাম নাবাবী রাহ. এর অভিমত –
وقال النووي رحمه الله :
“قال أصحابنا : يكره السلام عليه [يعني: الذي يقضي حاجته] ، فإن سلم لم يستحق جواباً ، لحديث ابن عمر والمهاجر” انتهى .
“الأذكار” (ص/27)
শেষকথা, পোস্টে উল্লিখিত হাদীসে স্পষ্ট বলা আছে যে, সালামকারী ব্যক্তিকে রাসুল সাঃ পেশাবরত অবস্থায় সালাম করতে মানা করেছেন। অথচ, শায়খের ফতোয়া দিয়েছেন এর বিপরীত !
হতে পারে শায়খের কাছে কোন দলীল আছে। তবে আমি উনার এই খুতবাহ পুরাটা আদ্যপ্রান্ত শুনে কোন দলীল পাই নাই। উনার এই ফতোয়ার পক্ষে কোন দলীল থাকলে আমাকে জানিয়ে উপকৃত করবেন। বিশেষত, শায়খের অনেক অনুসারী আছেন আমার লিস্টে, আপনারাও হেল্প করলে খুশী হবো!
জাযাকাল্লাহ খাইরান

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *