ষোলো ম্যাগাজিন – সকল সংখ্যা [আপডেট]

আজ তারা ভালোবাসার সংজ্ঞাই পাল্টে ফেলেছে। ভালোবাসাকে করে ফেলেছে ভ্রষ্টদের নষ্টামোর সমার্থক শব্দ।
আজ তারা ভালোবাসার গল্প বলে, কাছে আসার গল্প বলে। তাদের এই গল্পগুলো দুনিয়াতে কেমন পুরস্কার বয়ে আনে তা আমরা দেখেছি। রাস্তার পাশের ডাস্টবিন থেকে ছাত্রী হলের ট্রাংক, সবকিছুই তাদের কাছের আসার গল্পের স্বাক্ষ্য দেয়। পরকালীন পরিণতি কী হতে পারে তা আর নাই-বা বললাম।
পশ্চিম থেকে আমদানিকৃত এই বেহায়াপনা কখনোই ভালোবাসা ছিল না। প্রেমিকার জন্য বিশ্ব সংসার তন্য তন্য করে ১০৮টি নীল পদ্ম খুঁজে আনা কিংবা দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধা ভালোবাসা নয়। ভালোবাসা এগুলো থেকে মুক্ত, পবিত্র। ভালোবাসা একটি ইবাদাত।
পিতা-মাতার প্রতি সন্তানের ভালোবাসাও ভালোবাসা, ভাইয়ের জন্য ঝগড়াটে বোনের ভালোবাসাটাও ভালোবাসা। আবার আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসাও ভালোবাসা। বরং এটা এমন এক ভালোবাসা, যা আমাদেরকে সেইদিন আরশের ছায়ায় স্থান করে দেবে যেইদিন তাঁর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এটা এমন এক ভালোবাসা, যার পুরস্কার দেখে নবিরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়বেন।
ভালোবাসার ব্যাকরণ ভুলে যাওয়া আমাদের এই নতুন প্রজন্মকে ভালোবাসার আদি ও অকৃত্রিম পাঠ মনে করিয়ে দিতেই আমাদের এবারের আয়োজন ছিল ভালোবাসা নিয়ে। ভালোবাসার নাম ভাঙিয়ে চলা অশ্লীলতা আর বেহায়াপনার কাউন্টার দেওয়া এবং প্রকৃত ভালোবাসার ব্যাপকতা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আল্লাহ আমাদের এই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *