১. আত্মার ওষুধ
.
প্রিয় মানুষ মরে গেলে আমরা হতাশ হয়ে পড়ি। ভাবি, কী হতো এখন না গেলে! মৃত্যু নামক জীবনের এই কঠিন বাস্তবতাকে আমাদের মেনে নিতে বড্ড কষ্ট হয়। অথচ এর চেয়েও কঠিন অবস্থা হচ্ছে যখন আত্মার অপমৃত্যু ঘটে। অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ডাক্তারের অভাব হয় না, অভাব হয় না কল্যাণকামী মানুষদের। সবাই তখন দৌড়ে আসে রোগীকে দেখতে। ডেকে আনে শুভাকাঙ্ক্ষীরা দেশের সেরা থেকে সেরা চিকিৎসকদের। কিন্তু আত্মা যখন মৃত প্রায়, আছে কি কোনো শুভাকাঙ্ক্ষী, যে রোগীকে বাঁচাবে অপমৃত্যুর হাত হতে?
.
আত্মার এই অপমৃত্যু রোধে তাই নিজেকেই সবার আগে সোচ্চার হতে হয়। নিতে হয় জরুরী ব্যবস্থা। আজ থেকে শত বছর আগে এমন একজন সচেতন রোগী শরণাপন্ন হয়েছিল আত্মার চিকিৎসক ইবনুল-কাইয়্যিম (রহ.)-এর। ইমামের কাছে করেছিল একটি যুগান্তকারী প্রশ্ন, যার উত্তর দিতে গিয়ে উঠে এসেছে আত্মার খুঁটিনাটি, রোগের গভীর থেকে গভীর পর্যালোচনা এবং কার্যকরী সব ওষুধ। এভাবে তৈরি হয়ে গেছে একটি যুগান্তকারী একটি বই, যার বাংলা রূপ ‘আত্মার ওষুধ’। আত্মার ব্যাধি, রিজিকে সংকীর্ণতা, কাজে কর্মে বরকত হারিয়ে ফেলা, মনের কাঠিন্য, প্রেমরোগ, সমকামিতা, শয়তান এবং তার দোসরদের ঘনিষ্ঠতা—মোট কথা মুমিনের হৃদয়-রাজ্যে আসা কঠিন থেকে কঠিন বিপদ আপদ মূলে যে পাপাচার দায়ী থাকে, সেই পাপের ক্ষতি, পাপের ফাঁদ এবং এ থেকে পরিত্রাণের উপায় সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইতে।
.
আছে কি কোনো নিরাশ বান্দা, যে ফিরে পেতে চায় আশার ফোয়ারা? আছে কি কোনো ভগ্ন হৃদয়, যে মুছে ফেলতে চায় জীবনের সব কালো ঝঞ্ঝা? আছে কি কোনো সাহসী মুমিন, যে হতে চায় লাগাম ছাড়া প্রবৃত্তির ওপর বিজয়ী? যদি থেকে থাকো, তাহলে এটাই তোমার জন্য ব্যবস্থাপত্র, তোমার আত্মার ওষুধ।
.
বইয়ের নাম : আত্মার ওষুধ
লেখক : ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
অনুবাদক : মহিউদ্দিন রূপম
নিরীক্ষণ : মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ
পৃষ্ঠা : ২৩২
প্রচ্ছদ মূল্য : ৩৩৪ টাকা
প্রি-অর্ডার মূল্য : ২১৭ টাকা (৩৫%)
বইয়ের ধরণ : আত্মোন্নয়নমূলক, আত্মশুদ্ধিমূলক
বাইণ্ডিং : হার্ডকভার
…………………………………
২. ডেইলি প্ল্যানার
বাজারে বহু রকমের দরজা কিনতে পাওয়া যায়—কোনোটা ডানে/বামে/নিজের দিকে টানলে, কোনোটা বা সামনের দিকে ধাক্কা দিলে খুলে যায়। আবার এমনও দরজা আছে যেগুলো আপনার ভাষা বোঝে, কোড বোঝে—এমনকি সেন্সরসম্পন্ন দরজাও আছে। আপনি কাছাকাছি যাওয়া মাত্র ওয়েলকাম জানিয়ে ভেতরে প্রবেশের পথ করে দেয়। একেক দরজার একেক সায়েন্স। যেটা যেভাবে কমান্ড নেয় সেভাবেই কমান্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ব্যতিক্রম হলে প্রবেশাধিকার বঞ্চিত।
.
পার্থিব-অপার্থিব যাই বলুন, দুটো সাফল্যের পেছনেই সায়েন্স আছে, প্রসেস আছে, আছে বেশ কিছু প্রিন্সিপল। এর ব্যতিক্রম হলে আপনি সফলতা পাবেন না। ব্যর্থতারও সায়েন্স আছে। বুঝে না বুঝে আমরা সেই প্রসেস ফলো করার দরুন ব্যর্থ, হেরে যাই লক্ষ্যের কাছে।
.
আলোচ্য প্ল্যানারটি এই সায়েন্সেরই একটি অংশ। কিভাবে প্রতিদিন একটু একটু করে প্রোডাক্টিভ হওয়ার মাধ্যমে একটি প্র্রোডাক্টিভ লাইফ এনজয় করা যায় —তারই সায়েন্স। তবে যেহেতু কোনো ম্যাজিক বুলেট কিংবা রকেট সায়েন্স নয় এটি তাই প্ল্যানারটি সংগ্রহ করা কিংবা দুটো সেলফি তোলা মাত্র আপনি প্রেডাক্টিভ, হয়ে উঠবেন—না না এক্সাইটেড হওয়ার মতো এমন কিছু নাই এতে। প্রোডাক্টিভিটি একটি লাইফস্টাইল। একটি প্রসেস। কন্সিস্টেন্ট জার্নির মধ্য দিয়ে প্রোডাক্টিভ হয়তো থাকা যায় কিন্তু এর আলটিমেট কোনো ডেস্টিনেশন নাই যেখানে গিয়ে থেমে গেলে আপনি সবটুকু অর্জন করে ফেললেন। এই প্ল্যানারটি প্রোডাক্টিভিটি গোল-ওরিয়েন্টেড, প্রিন্সিপল গাইডেড, (একমাসের) ডেইলি টু-ডু লিস্ট ফর্মূলা। আত্মিক জীবনের পরম উদ্দেশ্য, জাগতিক লক্ষ্য এবং আপনার প্যাশনের সাথে সমন্বয় করে কীভাবে প্রতিদিন প্রোডাক্টিভ জার্নিতে কন্সিসন্টেন্ট হওয়া যায়—এটি তার প্র্যাক্টিক্যাল ফ্রের্মওয়ার্ক দিবে আপনাকে।
.
ড্রিম-গোল-প্যাশন টেস্টিং, রিফাইনিং, গোল সেটিং স্ট্র্যাটেজি; প্রোডাক্টিভিটি হিটম্যাপ; প্রোডাক্টিভ হ্যাবিটস ট্রি; ম্যাজিক অব ওয়ান আওয়ার স্টাডি; ওয়ার্ক স্ট্রেস মোকাবেলা এবং সময় নিয়ন্ত্রণে টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স; মান্থলি, উইকলি প্রিভিউ, রিভিউসহ এতে আছে ৩০ দিনের ডেইলি প্রোডাক্টিভ টু-ডু মেকার এবং চেকলিস্ট। এই প্ল্যানারটির মধ্য দিয়ে আপনার প্রতিদিনের জার্নি শুরু হবে লক্ষ্যমুখি এবং শেষ হবে একটু একটু অর্জনের মধ্যে দিয়ে।
.
যারা কেবল স্বপ্ন নয়, ফ্যান্টাসি কিংবা উইশ নয়—সত্যিকার অর্থেই সময়াবদ্ধ লক্ষ্যমাত্রা, লক্ষ্য অর্জনে তাগাদা এবং প্রোডাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তায় বিশ্বাস করেন, তাদের জন্য প্রোডাক্টিভ মুসলিম/মুসলিমাহ প্ল্যানার হতে পারে একটি কম্প্রিহেন্সিভ প্রোডাক্টিভ লাইফ মেনুয়াল। স্টেপ বাই স্টেপ প্রতিটি দিনকে মাস্টারপিসে রূপ দেয়ার মধ্য দিয়ে আত্মিক, জাগতিক উভয় দিক দিয়ে ডেইলি প্রোডাক্টিভ লাইফ মেইন্টেইনে এটি আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে, ইনশা-আল্লাহ। .
”Make Everyday Your Masterpiece” with Productive Muslim/Muslilam DAILY PLANNER With best wishes—Hamid Sirajy
বইয়ের নাম : প্রোডাক্টিভ মুসলিম ডেইলি প্ল্যানার
ইন্সট্রাক্টর : হামিদ সিরাজী
পৃষ্ঠা : ১১২ (২ কালার)
প্রচ্ছদ মূল্য : ১৫৭ টাকা
প্রি-অর্ডার মূল্য : ১০২ টাকা (৩৫%)
বাইণ্ডিং : পেপারব্যাক
………………………………………………….
৩. তারা ঝলমল
সাহাবীরা হলেন নববী ইলমের ধারক ও বাহক। কিন্তু, তাদের জীবনী সম্পর্কে আমাদের জানাশোনা সাধারণত খুব কম। বেশিরভাগ মানুষ ১০-১২ জনের বেশি সাহাবীর নাম পর্যন্ত জানেন না, তাঁদের জীবনী জানা তো অনেক দূরের কথা!
.
‘তারা ঝলমল’ বইটি ৩২ জন সাহাবীর জীবনের গল্প নিয়ে। নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তাঁদের সম্পর্ক কেমন ছিলো, নিজেদের শ্রেষ্ঠ গুণটি কিভাবে তারা ইসলামের তরে কাজে লাগিয়েছেন এই নিয়েই ‘তারা ঝলমল’।
.
বইয়ের নাম : তারা ঝলমল
লেখক : আরিফুল ইসলাম
নিরীক্ষণ : মাওলানা আসাদ আফরোজ
পৃষ্ঠা : ১৯২
প্রচ্ছদ মূল্য : ২৮৮ টাকা
প্রি-অর্ডার মূল্য : ১৮৭ টাকা (৩৫%)
বইয়ের ধরণ : আত্মোন্নয়নমূলক
বাইণ্ডিং : পেপারব্যাক
………………………………………
৪. কষ্টিপাথর- ২
প্রতি যুগে যে গোষ্ঠীর মানুষ যে যে বিষয়ে উৎকর্ষের অহঙ্কার করেছে, আল্লাহ তাদের সেই সর্বোচ্চ পারফর্মেন্সকে চ্যালেঞ্জ করেছেন নিজ প্রেরিত নবীদের সত্যতা প্রমাণের জন্য। একে মুজিযা বলে। মুসা আলাইহিস সালামকে দিয়ে ‘যাদুবিদ্যা’কে চ্যালেঞ্জ করিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়ে ‘চিকিৎসাশাস্ত্র’কে।
.
শেষনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব দেশের জন্য, সব যুগের জন্য। তাই তাকে এমন একটা কিছু দিতে হবে, যা সব দেশের উৎকর্ষের মোকাবেলায় তাদেরকে হতবাক করে দেবে। সব যুগের উৎকর্ষকে চ্যালেঞ্জ করে অবাক করে দেবে বোদ্ধাদের। আরবে প্রথম যুগ ছিল কাব্যসাহিত্যের, কুরআন এসে সেই সর্বোচ্চ পারফর্মেন্সকে চ্যালেঞ্জ করেছে-সমালোচনা নয়; পারলে এরকম একটা কিতাব, নয়তো একটা সূরা, কমসেকম একটা আয়াতই লিখে নিয়ে এসো। আরব স্বভাবকবিরা হয়রান হয়ে ঘোষণা করে দিয়েছে- এটা কোন মানুষের রচনা নয়।
.
বর্তমান যুগ-পর্যবেক্ষণলব্ধ জ্ঞানের, যাকে আমরা ‘বিজ্ঞান’ নামে চিনি। আমাদের সর্বোচ্চ পারফর্মেন্স বিজ্ঞান, আমাদের অহংকার। মানবসভ্যতা এতো ক্ষমতা আগে কখনও পায়নি। আজও তাহলে কুরআনের চ্যালেঞ্জ করার কথা আধুনিকতম সব আবিষ্কারকে। আর বোদ্ধাদের হবার কথা হয়রান, নির্বাক, হতবুদ্ধি। এসো, সমালোচনা তো রাস্তার পাগলেও করতে পারে; পারলে এর মত বা আরও ভাল সমাধান বাতলে দেখাও।
চ্যালেঞ্জ।
বইয়ের নাম : কষ্টিপাথর-২ (মানসাংক)
লেখক : Shamsul Arefin Shakti
সম্পাদক : আসিফ আদনান
পৃষ্ঠা : ২২৪
প্রচ্ছদ মূল্য : ২৭৫ টাকা
প্রি-অর্ডার মূল্য : ১৭৯ টাকা (৩৫%)
বইয়ের ধরণ : ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিকার
বাইণ্ডিং : পেপারব্যাক