স্ট্রিট দাওয়াহ – কিছু কথা ও নাসীহাহ!

নিঃসন্দেহে স্ট্রিট দাওয়াহ অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাওয়াতের পদ্ধতি! তবে তা অবশ্যই দাওয়াহ হওয়া চাই!
পথে-ঘাটে মানুষদের দাড় করে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি শিক্ষা দেওয়া অত্যন্ত ভালো কাজ। কিন্তু তা না করে, ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে কোনো মুসলিম নারী বা পুরুষকে দাড় করিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করাকে আমি ‘দাওয়াহ’ বলতে পারছি না, দুঃখিত!
.
অধিকাংশ প্রশ্নের উত্তরই এসকল মানুষেরা জানেন না, ফলে ক্যামেরার সামনে লজ্জিত হতে হয়, হতে হয় অপমানিত! এভাবে মুসলিমের ইজ্জতের উপর আক্রমণ করাকে ‘দাওয়াহ’ নামকরণ করা অন্যায়।
.
তার উপর যদি বেপর্দা বা মুখমণ্ডল অনাবৃত নারীদের ক্যামেরার সামনে আনা হয়, তা তো পুরোই ফিতনাহ! আচ্ছা বলুন তো, নারীদের অনাবৃত মুখমন্ডলের দিকে তাকানো কী পুরুষদের জন্য জায়েয?! তাহলে যিনি প্রশ্ন করছেন, তিনি সেই নারীর দিকে তাকিয়ে কী কামাচ্ছেন? [আর যদি প্রশ্নকারী নাও তাকান, তার পরও এসব নারীদের ক্যামেরার সামনে আনা বৈধ নয়।]
.
অনেকেই দেখলাম এসবের পক্ষে যুক্তি পেশ করছেন! স্বাভাবিক, আমরা সবাই যে পন্ডিত! রাস্তা-ঘাটের ঐসব ব্যক্তির অনুমতি নিলেই যদি সব জায়েয হয়ে যায়, তাহলে কী অনুমতি নিয়ে নগ্ন ব্যক্তিদের চিত্র প্রকাশ করাও জায়েয?!
.
ভীরের মাঝে এমনও দাঈ আছেন, যারা প্রকৃতপক্ষেই স্ট্রিট দাওয়াতের কাজ করছেন; দাওয়াতের নামে মানুষদের প্রশ্নের সম্মুখীন করে লজ্জিত করছেন না। আল্লাহ তায়ালা তাদের কবুল করুক, আমীন।
.
যাদের উদ্দেশ্য ফ্যান, ফলোয়ার ও ভিউ কামানো নয় বরং প্রকৃত পক্ষেই স্ট্রিট দাওয়াতের কাজ করা, তাদের উদ্দেশ্যে আমার কিছু নাসীহাহঃ
.
ক. রাস্তার মানুষদের প্রশ্ন না করে আপনি নিজে তাকে শিক্ষা দিন, এভাবে তিনি লাঞ্চিত বা অপমানিত হবেন না।
খ. ইসলাম ও ঈমানের রুকন বা স্তম্ভ সমূহের ব্যাপারে শিক্ষা দিন।
গ. নাওয়াকিদ বা ঈমান ভঙ্গের কারনগুলো শিক্ষা দিন।
ঘ. পশ্চিমাদের রঙে নয় বরং ইসলামের আসল রঙে রঙিন হওয়ার দাওয়াহ দিন।
ঙ. বেপর্দা ও মুখমণ্ডল অনাবৃত নারীদের ক্যামেরার সামনে আনবেন না।
চ. ৫ ওয়াক্ত সালাতের গুরুত্ব, নারী-পুরুষের পর্দা ও ফ্রী মিক্সিং – এসব বিষয়ে মুখতাসার বা সংখিপ্ত আলোচনা করুন।
ছ. যাকে ধরবেন, তাকে এসবগুলো বিষয় শিক্ষা দিয়েই ছাড়বেন, এক্ষেত্রে শিক্ষা দেওয়ার পর পুনরায় জিজ্ঞাসা করতে পারেন, তার স্মরন আছে কিনা তা পরীক্ষা করার জন্য। তবে এটা ক্যামেরায় আবদ্ধ করবেন না, কেননা উক্ত ব্যক্তি লজ্জিত হতে পারেন!
.
এগুলো আমার অভিমত, সবাই একমত হবেন – এমনটি আশা করি না।

উস্তাদ মাইনউদ্দিন হাফি.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *