বাংলা
English
বাংলা
সচরাচর আমরা কিছু কথাবার্তা শুনে থাকি। চলুন দেখা যাক।
“সেলাই করা মেয়েদের কাজ।”
“নাহ, মোটেও না! পুরুষদেরও উচিত সেলাইয়ের কাজ করা। জামাকাপড় সেলাই করা সুন্নাহ।”
“আচ্ছা, ঠিক আছে। রান্নাবান্না কী মেয়েদের কাজ?”
“না।”
“বাচ্চাকাচ্চার যত্ন নেয়া?”
“না।”
“আচ্ছা, ঠিক আছে। তাহলে এমন কোনো কাজ বা দায়িত্ব আছে কিনা যা শুধুমাত্র নারীদের জন্য কিংবা শুধুমাত্র পুরুষদের জন্য নির্দিষ্ট?”
মুসলিম ফেমিনিস্ট এবং ক্রিপ্টো ফেমিনিস্টদের এটাই সমস্যা। ক্রিপ্টো ফেমিনিস্টরা ফেমিনিজমের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেনা। সেটা লুকিয়ে রাখে।
এসব ফেমিনিস্টরা তাদের চিন্তাভাবনা ইসলামের নাম দিয়ে প্রকাশ করে।
অথচ বাস্তবতা হলো তারা মূলত লিঙ্গবৈষম্য বিশ্বাস করে না। তারা নারী ও পুরুষের ভূমিকার ধারণাটিকে বা ‘জেন্ডার রোল’কে সম্পূর্ণরুপে অস্বীকার করে।
নিজেকে প্রশ্ন করুন। আপনি কী নারী-পুরুষের ভূমিকার বিষয়টিকে বিশ্বাস করেন? যদি তা-ই হয় তবে সেই ভূমিকাসমূহ কীভাবে নির্ধারণ করা হয়? তাদের প্রত্যেকের ভূমিকাতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত?
আল্লাহ আল-কুরআনে বলেছেন,
“আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু’বছর দুধ পান করাবে- যদি তারা দুধ পান করানোর পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অভিভাবক বা পিতার কর্তব্য হলো যথাবীধি তাদের (সন্তানের মায়ের) ভরণ-পোষণ করানো। কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেয়া হবে না….।”
(২ঃ২৩৩)
প্রত্যেকের ভূমিকা এখানে স্পষ্টরুপে বর্ণিত।
এই আয়াতটিতে আল্লাহ কী বলেছেন দেখুন,
“পুরুষরা নারীদের কর্তা, কারণ আল্লাহ তাদেরকে এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্যে যে, পুরুষ তাদের ধন-সম্পদ ব্যয় করে। কাজেই পূণ্যশীলা স্ত্রীরা অনুগতা।” (৪ঃ৩৪)
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের দিকে তাকান। সাহাবীগণের জীবনটাতেও চোখ বুলিয়ে নিন। দেখতে পাবেন নারী-পুরুষ উভয়ের দায়িত্ব ও কর্তব্যতে রয়েছে ভিন্নতা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“যখন কোনো স্বামী স্বীয় স্ত্রীকে বিছানায় ডাকে, তখন স্ত্রীর জন্য তার ডাকে সাড়া দেওয়া জরুরি, যদিও সে চুলার কাজে ব্যস্ত থাকে।” (তিরমিযি)
কেনো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে চুলার কাজের সাথে সম্পৃক্ত করে কথাটা বললেন? এটা কী ‘জেন্ডার স্টেরিওটাইপিং’ না? হ্যাঁ এটাই। ইসলামে নারী-পুরুষ উভয়ের রয়েছে সুনির্দিষ্ট ও সুসংজ্ঞায়িত ভূমিকা।
সাহাবিয়্যাতরা রান্না করা, ঘরদোর পরিষ্কার করা, বাচ্চাদের যত্ন নেয়ার কাজে ব্যস্ত থাকতেন। এ ব্যাপারে প্রচুর হাদীস খুঁজে পাবেন।
অনেক ইমাম এবং ক্রিপ্টো ফেমিনিস্ট শায়খারা এসব হাদীস শেখায় না। তারা এসব গোপন রাখে। এর পরিবর্তে সেসব হাদীস শেখায় যা জেন্ডার রোলের ব্যাপারে আধুনিক চিন্তাভাবনা সমর্থন করে। অর্থাৎ নারী-পুরুষের নির্দিষ্ট বা পৃথক ভূমিকা বলতে কিছু নেই।
তারা “ব্যতিক্রম” উদাহরণটা দেখানোর চেষ্টা করেন। তারা লুকোতে চান মূল কথাটা।
পুরুষরা সেলাই করেছেন, রান্নাবান্না করেছেন এবং নারীরা যুদ্ধের ময়দানে নেমেছেন বা ব্যবসা করেছেন এমন উদাহরণ অনেক আছে। কিন্তু কোনোভাবেই এর মাধ্যমে নারী-পুরুষের স্বতন্ত্র ভূমিকা বা তাদের নির্দিষ্ট আচরণের সহজাত প্রকৃতিকে অস্বীকার করার উপায় নেই। এটা অসম্ভব।
যুদ্ধের ময়দানে নারীরা লড়াই করেছেন। কিন্তু এর মানে এই নয় যে নির্দিষ্ট লিঙ্গের নির্দিষ্ট কোনো ভূমিকা নেই?
আলিমগণ বলেন, যদি এমন কঠিন অবস্থা হয় যে, মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে এবং শিশুসহ প্রত্যেকের সহায়তা দরকার। তখন নারীরা যুদ্ধক্ষেত্রে অংশ নিতে পারবেন।
তবে সাধারণ অবস্থায় নারীরা যুদ্ধে অংশগ্রহণ করা ও সৈন্য হিসেবে দায়িত্ব পালন করা নিষিদ্ধ। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। কিন্তু যদি আপনার ইসলামী জ্ঞান মডার্নিস্ট এবং রিফর্মিস্টদের কাছ থেকে আসে যারা হক্বপন্থী আলিমের ছদ্মবেশ ধারণ করে আছে তাহলে ভিন্ন কথা। এরকম হলে আপনি এটা অস্বীকার করতেই পারেন।
নারী-পুরুষের সুনির্দিষ্ট ভূমিকাকে প্রত্যাখ্যান করার ফলাফল ভয়াবহ। ভবিষ্যতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ। এটা আসলে সেলাইয়ের চেয়েও অনেক বেশি কিছু।
-ভাই ড্যানিয়েল হাকিকাতজু
ফেসবুক থেকে সংগৃহীত (
)
English
Typical conversation:
“Knitting is a feminine activity.”
“No it’s not! Men should knit too! Mending clothes is Sunna!”
“OK, is cooking a feminine activity?”
“No!!!”
“Is taking care of young children?”
“Nooo!!!”
“OK, so is there ANY activity or role that is exclusively feminine and any activity that is exclusively masculine?”
*silence*
That is the problem with these Muslim feminists and crypto feminists. They pretend like their concerns are Islamic. But the reality is they don’t believe in gender distinction in the first place. They completely deny the idea of gender roles.
Ask yourself. Do you believe in gender roles? If so, how are those roles defined? And what do they consist of?
Allah says in the Quran:
“Mothers (should) suckle their children for two full years, for one who wants to complete the (period of) suckling. It is the obligation of the one to whom the child belongs (the father) that he provides food and clothing for them (the mothers) with fairness. Nobody is obligated beyond his capacity…” [2:233]
Clear roles are delineated here. Or here:
“Men are in charge of women by [right of] what Allah has given one over the other and what men spend [for maintenance] from their wealth. So righteous women are devoutly obedient…” [4:34]
Looking at the sirah and the Sahaba, it is very clear the two genders had different responsibilities and roles.
For example, the Prophet ﷺ said:
“If a man calls his wife to fulfill his needs, let her come to him even if she is over the oven.” [Tirmidhi]
Why would the Prophet ﷺ characterize wives being over ovens? Isn’t this gender stereotyping? It is. Because there are defined gender roles in Islam.
And you can find a plethora of narrations describing how the Sahabiyyat were busy cooking, cleaning, taking care of children.
Compassionate Imams and crypto feminist shaykhaz don’t teach these narrations. They hide them and instead teach the narrations that support the modernist dissolution of gender roles.
They focus on the “exceptions” to the rule in order to hide the fact that there are rules. Just because there are examples of men sewing, cooking, etc., and women fighting or running business, etc., in no way does this diminish the idea of distinct roles or gender -specific behavior.
For example, there are examples of women on the battlefield. Does this mean gender roles do not exist? Hardly. As scholars elaborate, in the case of dire need when Muslims are being invaded, then everyone is required to help, even children. But in normal circumstances, women are prohibited in Islam to fight and become soldiers. No ikhtilaf on this, but you wouldn’t be able to tell if your Islamic knowledge comes from modernists and reformists disguised as orthodox scholars.
The consequences of dissolving gender roles are immeasurably evil. I will elaborate some of these in future posts inshaAllah. This is about much more than knitting.
(Daniel Haqiqatjou)