জালেম কে অবশ্যই প্রতিহত করতে হবে। অন্ততপক্ষে জালেমের জুলুম এর বিপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, বদদোয়া করতে হবে। আমরা যদি বদদোয়াও ছেড়ে দেই, তাহলে জালেমরা পার পেয়ে যাবে। অন্ততপক্ষে আমরা তার প্রতিকার আল্লাহর কাছে চাই। যাতে আল্লাহ জালেমদেরকে দুনিয়াতেই প্রতিকার করেন, সাজা প্রদান করেন। যাতে অন্য কোনো জালেম জুলুম করার সুযোগ না পায়। আলোচনার বিষয়বস্তুঃ ভালো করে শুনো!!!
আলোচকঃ মাওলানা মামুনুর রশীদ হাফিজাহুল্লাহ।
১. জালেমদের জন্য আল্লাহ তা’আলার লা’নত-১
২. মজলুমের বদদোয়া আল্লাহ তা’আলার কাছে মকবুল দোয়া [বদদোয়ার স্বরূপ সন্ধানে-২]
৩. মজলুমের বদদোয়া আল্লাহ তা’আলার কাছে মকবুল দোয়া [বদদোয়ার স্বরূপ সন্ধানে-২]