শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে

”যে ধন-সম্পদ তোমরা ব্যয় কর, তা নিজ উপাকারার্থেই কর।   আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা যে অর্থ ব্যয় করবে, তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না।” [আল বাকারা:২৭২]

  ”এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্যে সবর করে, নামায প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে, তাদের জন্যে রয়েছে পরকালের গৃহ।”[আর-রা’দ:২২]

  ”আত্নীয়-স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকীন ও মুসাফিরদেরও। এটা তাদের জন্যে উত্তম, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। তারাই সফলকাম।” [আর-রূম:৩৮]

  ”মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে, অতএব, তারাই দ্বিগুণ লাভ করে।” [আর-রূম:৩৯]

  ”তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।” [ইনসান:৯]

  ”এ থেকে(প্রজ্বলিত অগ্নি) দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।এবং তার প্রতি কারও  অনুগ্রহের প্রতিদানে নয়, কেবল তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।” [আল-লাইল:১৭-২১]

Collected From

Brother

Imran Rahman

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *