মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান।

হে যুবক তুমি বাঙ্গালী হও কিংবা ইন্ডিয়ান,

কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান,

স্পানিস, ড্যানিস, ফরাসি কিংবা বৃটিশ, এমেরিকান;

আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান;

মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান।

তুমি সাদা হও কিবা কালো হও দেখ রক্ত তোমার লাল,

সুখি হও কিবা দুখি হও দেখ ঈমান নির্ভেজাল,

কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর,

স্লোগানে তোমার কেপে উঠে আজো পৃথিবীটা থরথর,

মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান;

মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান।

হতে পারো তুমি প্রাচ্চের কিবা হতে পারো প্রতিচীর,

হতে পারো তুমি সংসারি কিবা হতে পারো মুসাফির,

যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক-

গৃহ, পরিবার, প্রেয়সী, বন্ধু পরে থাক পরে থাক,

ছুটে যাও আগে, দুর্বার বেগে, জিহাদের ময়দান;

মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান।

রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদতের আগুন,

লাখো শহিদের খুন রাংগা পথে ঢালো কলিজার খুন,

চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন,

নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন,

ছিড়ে ফেল সব মায়ার বাধন, জীবনের পিছুটান;

মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান।

Then fight in the Cause of Allah, and know that Allah heareth and knoweth all things. Who is he that will loan to Allah a beautiful loan, which Allah will double unto his credit and multiply many times? It is Allah that giveth (you) want or plenty, and to Him shall be your return. [02: 244-245]

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *