কাছ থেকে দেখা এক মৃত্যু

By Shahidur Rahman

গতকালের (১২/১/২০১১) ঘটনা

ছুটি শেষে আমার অফিস Satkhira, Khulna ফিরসিলাম।আসলাম গাবতলি তে ৮টায়।৯ টা পর্যন্ত ঘুরঘুর করলাম কিন্ত Satkhira, Khulna যাওয়ার এক টি বাস পেলাম না।কারন হল কুয়াশার কারনে দৌলদিয়া পাটুরিয়া তে ৭ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল।অবসেসে এক টা লক্করঝক্কর বাস পেলাম বলল বাস সারবে ৯টায় কিন্তু সারল ৯.৩২শে।সাভারে এসে আমার পাশে একজন যাত্রী উঠলেন।তাকে দেখে খুব অসুস্থ মনে হল। কিছু সময়ের পর বুঝলাম তিনি সত্যি অসুস্থ।তার মাথায় ছিল কান টুপি প্যান্ট শার্ট পরুয়া গায়ে কম্বল ছিল বয়স ৪০ হবে মনে হয়। তার সাথে কথা বললাম কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না।তিনি শুধু এত তুকুই বললেন যে আমি ভিসন অসুস্থ,আমি পথেই বোধ হয় মারা যাব, বাড়িতে আর পৌছাতে পারব না। গাড়ি চলতেছে।তিনি সারা রাস্তায় রোগের কারনে উহ আহ করতেসেন। মাঝখানে তিনি কেক খেলেন কিন্তু তিনি পুর খেতে পারলেন না।আর বাস চলার সময় তিনি কিছু সময়ের পর পর পানি খচ্ছেন।আমরা এই সময় পাটুরিয়া আসলাম।এখানে ১ঘন্টা ফেরীর জন্য অপেক্ষা করলাম।আমাদের গাড়িতে এক আমড়া বিক্ক্রেতার কাছ থেকে তিনি এক টা আমড়া ৫টাকা দিয়া কিনলেন।কিন্তু তিনি তা খেতে পারলেন না।কিছু সময়ের পর তিনি পানি খাওয়ার জন্য বোতলে হাত দিলেন কিন্তু বোতলে পানি ছিল না।আমাকে বললেন ভাই আমাকে এক বোতল পানি এনে দেন,আমার খুব কষ্ট লাগছে।আমি তাকে ১০টাকার এক বোতল পানি এনে দিলাম।সে পানি খেয়ে আবার গোঙানী শুরু করলেন।আমি এই ফাকে বাস থেকে নেমে নামলাম এবং প্রয়োজনীয় কাজ ছেড়ে আবার গাড়িতে উঠলাম।দেখলাম তিনি ঘুমাচ্ছেন।আমাদের গাড়ি এর মাঝে ফেরীতে।আমি আবার তার দিকে তাকালাম এবং ভিশন ভয় পেলাম।লক্ষ করে দেখলাম যে তার চোখের পাতা খোলা।আমার সন্দেহ লাগলো তিনি মারা যান নাই তো ?আমার পাশে আর একজন কে বললাম যে ভাই দেখেন তো উনি ঘুমাইতেসেন কিনা।উনি চেক করলেন আর বললেন যে হা তিনি ঘুমাইতেসেন।আমি ফেরির উপরে গেলাম সেখানে ২রাকাত জোহরের নামায পরলাম (কছ্রর)।বাসে এসে তাকে আবার দেখলাম।তার চোখের পাতা এখনো খোলা।আমি প্রায় নিশ্চিত হলাম যে তিনি মারা গেছেন কারন ঘুমালে মানুষের চোখের পাতা খোলা থাকে না। আমি আবার পাশের লোক টা কে বললাম যে ভাই আপনি লোক টাকে ভাল করে দেখেন আমার মনে হয় তিনি মারা গেছেন। লোক টা হাত নাড়া চাড়া করলেন গায়ে ধাক্কা দিলেন।লোক টা তার আশে পাশে সবাইকে ডাক

মৃত মানুষের সাথে কেউই ছিল না।তার পরিচয় কি তাও কেউ জানত না।তার পকেটে মোবাইল ছিল।সেখান থেকে তার মামার নাম্বারে কল দেয়া হল।জানা গেল তার পরিচয়।তার নাম তোফাজ্জল।বাড়ী মাগুরা,তার হার্টে প্রব্লেম ছিল। তার বাম বুকে বাইপাস সার্জারী করা হয়েছিল।

আল্লাহ আমাকে খুব কাছ থেকে একজন মানুষের মৃতু কিভাবে হয় তা দেখালেন।আমি দেখলাম।আমি চিন্তা করলাম মৃতুর কথা।আমি কি আল্লাহ যে দায়িত্ত দিয়েছেন তা কি পালন করতে পেরেছি?এখন যদি আল্লাহর কাছে যাই তার কাছে আমি কি জবাব দিব?

(অনেক বানান ভুল আছে,সে জন্য sorry)

Collected From

Brother

Sibbir Sihan

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *