একজন পশ্চিমা সংশয়বাদী কী করে? সে প্রশ্ন করে। যা কিছু নিজস্ব ধ্যানধারণার সাথে খাপ খায় না তার বিরুদ্ধে সে প্রশ্ন তােলে। আপত্তি করে। সে বিশ্বাস করে তার মন, বিবেক আর বুদ্ধিই হন সত্যমিথ্যা এবং ভালােমন্দ বিচারের চূড়ান্ত মাপকাঠি। বলাবাহুল্য, এ ধারণা ভুন। একজন মুসলিম সংশয়বাদী কী করে? সে প্রশ্ন করে। সে নিজেকে প্রশ্ন করে। নিজের কাজ, অনুভূতি এবং চিন্তার যা কিছু ইসলামের সাথে খাপ খায় না, সেটার বিরুদ্ধে সে প্রশ্ন তােলে। আপত্তি করে। কারণ সে জানে তার মন সীমিত। তার বুদ্ধিমত্তা সীমিত। এগুনাে কখনাে সত্যের চুড়ান্ত মাপকাঠি হতে পারে না। সত্যের পরম, চূড়ান্ত মাপকাঠি হতে পারে কেবল ইসলামই। মানুষ আজ বিভিন্ন ধ্বংসাত্মক ভ্রান্ত ধ্যানধারণা আর মতবাদকে সত্য হিসেবে গ্রহণ করে। যত্ন করে লালন করে, সেগুলাের জন্য লড়াই করে। এগুলােই হল। সত্যিকারের উইপেনস অফ ম্যাস ডেস্ট্রাকশান। এ ধরণের ‘সত্য’-এ বিশ্বাসী হবার চেয়ে সংশয়বাদী হওয়া হাজার গুণে ভালাে। | ড্যানিয়েল হাক্বিকাতযু। হালের একজন দা’ঈ ইলাল্লাহ। দীর্ঘদিন ধরেই বক্তব্য আর লেখালেখির মাধ্যমে লিবারেলিসম, সেক্যুলারিসম, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ সহ বিভিন্ন মতবাদগুলোর পেছনের ধারণা ও প্রস্তাবনাগুলোর ব্যবচ্ছেদ তিনি করে আসছেন। “সংশয়বাদী” বইটিতে নাস্তিকতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ, মডার্নিটি, বিজ্ঞানবাদ, লিবারেলিসম ইত্যাদি বিভিন্ন বিষয়ে ইসলামের আলোকে চমৎকার আলোচনা এনেছেন তিনি। অনেকেই মনে করেছেন বইটি হল নাস্তিকতার জবাবমূলক বই। এই ধারণাটি ভুল। বরং এটা হল পশ্চিমা মতবাদগুলো এবং তাঁদের কমন বক্তব্যগুলোকে প্রশ্ন করা, ব্যবচ্ছেদ করার, এগুলোর পেছনের ধারণা, পূর্বানুমানকে প্রশ্ন করার বই। লেখকঃ ড্যানিয়েল হাকিকাতজু অনুবাদকঃ আসিফ আদনান প্রকাশনীঃ ইলমহাউস পাবলিকেশন প্রকাশিতঃ 2021 পৃষ্ঠা সংখ্যাঃ 266