ইসলামিক অডিওবুক এর দায়মুক্তি

১. ইসলামিক অডিওবুক ব্লগ সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি উদ্যোগ। এটি কোনো দল, গোষ্ঠী বা সংগঠন, কারো সাথে যুক্ত না। ইসলামিক অডিওবুক শুধু মাত্র ইসলামি কন্টেন্ট শেয়ার এবং সংরক্ষণ করে। ইসলামিক অডিওবুক কোন নির্দিষ্ট দল, গোষ্ঠী, সংগঠনকে না, বরং আল্লাহ্‌কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকল কাজ পরিচালনা করে।

২. ইসলামিক অডিওবুকের সকল কর্মকান্ড অনলাইনে সীমাবদ্ধ।

৩. ইসলামিক অডিওবুক এর অফিশিয়াল ব্লগ, ফেইসবুক, ইন্সটাগ্রাম পেইজ এবং ইউটিউব চ্যানেল(নিচে দেয়া লিংক ছাড়া), এর আর কোনো অনলাইন প্ল্যাটফর্ম (গ্রুপ, আইডি, ব্লগ, সাইট, প্রোফাইল) ইত্যাদি নেই। এই অফিশিয়াল প্ল্যাটফর্মের বাইরে অন্য কোন অনলাইন প্ল্যাটফর্মের বক্তব্য/কর্মকান্ড থেকে ইসলামিক অডিওবুক সম্পূর্ণভাবে মুক্ত।

Website- www.islamicaudiobook.xyz
Youtube Channel-  https://www.youtube.com/channel/UCYd5_xGSA-9WEwh7vUbJQdA

https://www.youtube.com/channel/UCRtkJkrG3seQUpc8ZVq2fXA

Facebook Page- https://www.facebook.com/IslamicAudiobook/
Instagram- https://www.instagram.com/islamicaudiobook/
Telegram- https://t.me/islamicaudioboi

Twitter- https://twitter.com/IslamiAudioBook

Pinterest- https://www.pinterest.com/islamicaudiobook/

৪. আমাদের অফিশিয়াল পেইজ, ব্লগ, চ্যানেলে যে কন্টেন্ট (আর্টিকেল, ছবি, ভিডিও, অডিও, স্লাইড) আছে সেসবের প্রতি আমরা সম্পূর্ণ দায়বদ্ধ(যে কোনো আপত্তিকর কন্টেন্ট আমরা শরিয়ে ফেলতে সর্বদা ইচ্ছুক ইনশা আল্লাহ। আপনার আপত্তি জানাতে আমাদের ইমেইল করুন iabookbd@gmail.com এ)। এর বাইরে কেউ আমাদের নাম ব্যবহার করে ভিন্ন কোন কন্টেন্ট প্রকাশ বা প্রচার করলে আমরা এর দায়ভার নিবো না। তবে আমাদের ব্লগে শেয়ার করা ফেসবুক আর্টিক্যাল গুলোর জন্যে স্ব স্ব লেখক(ফেসবুকার) দায়ী থাকবেন। আমরা শুধু ইসলামিক হওয়ার কারণে সেগুলো এখানে শেয়ার করি। আমাদের ব্লগে প্রায় ৯০% লেখা আর্টিক্যাল ই ফেসবুক(পাবলিক প্রাইভেসি পোষ্ট) থেকে সংগৃহীত। এবং এগুলোর সাথে আমাদের নিজস্ব কোনো ধরনের সংযুক্তি নেই। এগুলো শুধু মাত্র ইসলামিক হবার কারণে আমরা আমাদের সাইটে শেয়ার করি।

৫. ইসলামিক অডিওবুকের সকল কন্টেন্ট(ভিডিও এবং ছবি) উন্মুক্ত। যে কেউ এগুলো অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।

৬. কেবলমাত্র ইসলামিক অডিওবুক এর অফিশিয়াল ফেইসবুক আইডি( https://www.facebook.com/iabook.official ), এবং ইউটিউবে চ্যানেলের বক্তব্য (ভিডিও বক্তব্য) ইসলামিক অডিওবুকের নিজস্ব ও অফিশিয়াল বক্তব্য হিসাবে গণ্য হবে। অন্য কোন বক্তব্য, ও কর্মকান্ডের দায় ইসলামিক অডিওবুক গ্রহণ করবে না যেহেতু তা সংগৃহীত।

৭. কোন ধরনের মানসিক/শারীরিক হয়রানী, ফ্রি-মিক্সিং, অশ্লীলতা, প্রতারণা, কপটতা, অপরাধ আমরা সমর্থন বা প্রচার করি না। 

৮. ইসলামিক অডিওবুক শুধু মাত্র ইউটিউব চ্যানেল এর মাধ্যমে হাদিয়া এবং নফল সাদাকা অর্থ সংগ্রহ করে।

৯. আমরা মুসলিম। আমাদের কন্টেন্টে কোরআন-সুন্নাহ-সীরাহ সর্বোপরি ইসলামের কথা প্রত্যক্ষ/ পরোক্ষ ভাবে আসে ও আসবে ইন শা আল্লাহ্‌। এক্ষেত্রে আমরা সর্বদা অথেন্টিক সোর্স থেকে রেফারেন্স নেয়ার চেষ্টা করি। আমাদের কোন কন্টেন্ট নিয়ে কারো উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা রটনা বা বিতর্কিত মন্তব্য কাম্য নয়। এছাড়া আমাদের কোন কন্টেন্টের সাথে কোন নির্দিষ্ট ব্যক্তি বা দলের মিল খুঁজে পেলে তা একান্তই কাকতালীয়। আমরা এর দায়ভার নিবো না।

১০. অডিওবুক তৈরির অনুমতির ব্যাপারে আমাদের ২টি নীতিঃ

ক. আমরা এমন বই এর জন্যে সাধারণত অনুমতি নেই না যেগুলোর সফটকপি অনলাইনে পাওয়া যায় এবং এই কপির ব্যাপারে প্রকাশনী থেকে আপত্তি জানিয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে এদেরকেও আমরা ইমেইল বা মেসেজ করি অনুমতি নেয়ার জন্যে। যেমনঃ ইউনিভার্সিটির ক্যান্টিন এর অনুমতি পেয়েছি হুদ হুদ প্রকাশনী থেকে।

খ. নতুন বই যা ২-৩ বছরের ভেতরে প্রকাশিত হয়েছে যেগুলো অনুমতি ছাড়া প্রচার করি না। যেমনঃ ডাবল স্ট্যান্ডার্ড, বুদ্ধিবৃত্তি ক্রুসেড, মুক্ত বাতাসের খোঁজে, সংবিৎ, তাওহীদের কালিমা সহ আরো যেগুলো আছে এগুলোর অনুমতি নেয়া হয়েছে। তবে আমরা সকলকেই মেসেজ করি যাদের কাছে করার ঠিকানা আমাদের কাছে থাকে।